মালখানগর ইউনিয়ন পরিষদ
সিরাজদিখান, মুন্সীগঞ্জ।
প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, মালখানগর ইউনিয়ন পরিষদের কিছু অব্যবহৃত দরজা, জানালা,গ্রীল ইত্যাদি যেখানে যে অবস্থায় আছে প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রয় করা হইবে। আগ্রহী ব্যক্তিকে নিম্মবর্ণীত তারিখ ও সময়ে উপস্থিত থাকিয়া নিলাম ডাকে অংশগ্রহনের জন্য অনুরোধ করা হইল।
নিলামের তারিখঃ ১৭-১২-২০১৩ইং
সময়ঃ- সকাল ১১.০০ টা
স্থানঃ- ইউপি অফিস
শর্তাবলীঃ
1) ডাকের পূর্বে জামানত হিসেবে ১ হাজার টাকা ( ফেরতযোগ্য ) জমা দিতে হবে।
2) সর্বোচ্চ ডাককারীকে সাথে সাথে সমুদয় মূল্য পরিশোধ করিয়া মালামাল গ্রহন করিতে হইবে।
3) বিসত্মারিত নিয়মাবলী অফিস চলাকালীন সময়ে নিম্মসা^াÿর কারীর কার্যালয় হইতে জানা যাইবে এবং মালামাল পরিদর্শন করা যাইবে।
অনুলিপিঃ-
১) উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিরাজদিখান, মুন্সীগঞ্জ। সদয় অবগতির জন্য
2) ভূমি সহকারী, মালখানগর ইউনিয়ন ভূমি অফিসঃ- নোটিশ বোর্ড টানানোর জন্য
3) সভাপতি, তালতলা বাজার বণীক সমিতি । নোটিশ বোর্ড টানানোর জন্য
4) ইউনিয়ন পরিষদ নোটিশ বোর্ড
5) অফিস ফাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস