Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
বিস্তারিত

প্রতিটি ইউনিয়নে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র  রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এর আওতাধীন ও জেলার সিভিল সার্জনের অধীন পরিচালিত। এখানে শিশুসহ সকল জনগোষ্ঠীর মৃত্যুর হার ও রোগাক্রান্তের হার কমানো, গর্ভাবস্থা এবং প্রসব জনিত কারণে মাতৃ স্বাস্থ্য-এর ক্ষতি রোধের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বা্ পদক্ষেপ বাস্তবায়িত হয়।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

কী সেবা কীভাবে পাবেন

সেবার ধরণ

সেবা প্রাপ্তির স্থান

সেবা প্রদানকারী

সেবা প্রদানের সময়সীমা

। মা ও শিশুসেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা)

১। গর্ভবতী সেবা।

২. প্রসব সেবা।

৩. গর্ভোত্তর সেবা।

৪. এম আর সেবা।

৫. নবজাতকের সেবা।

৬. ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা।

৭. প্রজননতন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা।

৮. ইপিআই সেবা।

৮. ভিটামিন এ ক্যাপসুল বিতরণ। মিসোপ্রেস্টাল টেবলেট বিতরণ।

এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্।

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

স্যাটেলাই ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

। পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা)

১. পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান।

২. খাবার বড়ি।

৩. জন্মনিরোধক ইনজেকশন।

৪. আইইউডি/কপারটি।

৫. ইমপ্লান্ট।

৬. ভ্যাসেকটমী।

৭. এনএসবি(পুরুষদের স্থায়ী পদ্ধতি।

৮. লাইগেশন/টিউবেকটমী (মহিলাদের স্থায়ী পদ্ধতি)।

৯. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া জটিলতার সেবা।         

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

 

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্যাটেলাইট ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

৫-৮ ক্র:নং- এর সেবা এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার কল্যাণ পরিদর্শিকা,

। সরকার নির্ধারিত মূল্য সাপেক্ষে পরিবার পরিকল্পনা সেবাঃ

১. ইসিপি- ০৮ টাকা প্রতি ডোজ।

২. কনডম প্রতি ডজন ১.২০ টাকা (এক টাকা বিশ পয়সা)

 

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্যাটেলাইট ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

। পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নবর্ণিত সুবিধা দিয়ে থাকেঃ

১. আইইউডি/কপারটি গ্রহীতার ক্ষেত্রে পদ্ধতি গ্রহনের সময় ১৫০/= টাকা (৩টি ফলোআপের জন্য ৮০+৮০+৮০) টাকা রেফারকারী পাবে ৫০/= টাকা।

২. ইমপ্লান্টের ক্ষেত্রে পদ্ধতি গ্রহনের সময় ১৫০/= টাকা (৩টি ফলোআপের জন্য ৭০+৭০+৭০) টাকা রেফারকারী পাবে ৬০/= টাকা।

৩. স্থায়ী পদ্ধতি পুরষের ক্ষেত্রে ২০০০/= টাকা ও একটি লুঙ্গি এবং রেফারকারীর জন্য ৩০০/= টাকা।

৪. স্থায়ী পদ্ধতি মহিলাদের ক্ষেত্রে ২০০০/= টাকা ও একটি শাড়ি এবং রেফারকারীর জন্য ৩০০/= টাকা

এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

স্যাটেলাইট ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

ক্লায়েন্টের বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

। অন্যান্য সেবাঃ

১. সাধারণ রোগীর সেবা

২. বয়:সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)

৩. স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শিক্ষামূলক সেবা ও পরামর্শ প্রদান

এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

স্যাটেলাই ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

। প্রয়োজনে রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার)

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

 

স্বল্পতম সময়ে

 

। বাড়ী বাড়ী/স্যাটেলাইট ক্লিনিকে গিয়ে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ে পরোমর্শ প্রদান এবং পরিবার পরিকল্পনা সেবা ও পরামর্শ (বিনামূল্যেব্যবস্থা প্রদান)

 

পরিবার কল্যাণ সহকারী

পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

স্বল্পতম সময়ে

 

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

* ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

* হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং

আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।

* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীÿার জন্য কফ কালেকশন

করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।

* শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় পতিষেধক টিকা দেয়া হয়

* উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিÿা দেয়া হয়

*উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সÿম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার

পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

* প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়

* আগত রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনগণ স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য

সংশ্লিট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

* উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে

* সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে

কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।

* বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রাদনকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

টানানো আছে।

* সেবা গ্রহীতার কর্তৃব্য-

সেবা প্রদানকারীগণ সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্য মূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখে

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

মা ও শিশু স্বাস্থ্য মেবাটি এবং এছাড়া আরো বিভিন্ন সেবা প্রদান করা হয়।